সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরের বড়াইলে চুরির ঘটনার কিনারা করে শুক্রবার দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল ওই এলাকারই বাসিন্দা সুশান্ত বর্মন ও পতিরামের বাউলের গৌরাঙ্গ অধিকারী। বুনিয়াদপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বড়াইলে ২২ ডিসেম্বর রাতে প্রদীপ কুমার করের বাড়িতে চুরি হয়। বাড়ির লোহার গ্রিলের দরজা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়। অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নেমে তিন দিনের মাথায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সোনার গয়না উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। বংশীহারি থানার আইসি অসীম গোপ বলেন, বাউল এলাকার দুষ্কৃতীরা শহরে চুরির ঘটনা ঘটিয়েছে। শহরের লোকাল ইনফর্মাররা বাড়ি ফাঁকা থাকার খবর দিয়েছে। এই ঘটনার সঙ্গে কতজন জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আমরা চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করেছি। ধৃতদের আদালতের নির্দেশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।