• অন্তঃসত্ত্বা বধূকে ঘরে তুলতে অস্বীকার, গ্রেপ্তার স্বামী
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: নাবালিকা অন্তঃসত্ত্বা বধূকে ঘরে তুলতে অস্বীকার করার অভিযোগ স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার স্বামী। ইটাহারের একটি গ্রামের ঘটনা। নাবালিকা নবম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, প্রলোভন দেখিয়ে ৪ বছর থেকে এই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গ্রামের এক যুবক। এক বছর আগে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই যুবক বিয়ে করে।  কিছুদিন পর তারা বাড়ি ফিরে এলে যুবকের বাড়ির লোক এই বিয়ে মানতে চায়নি। ফলে বাপের বাড়িতে ঠাঁই হয় নাবালিকার। কয়েক মাস থেকে জামাই হিসেবে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া ছিল যুবকটির। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই মেয়েটি শ্বশুরবাড়ি যায়। কিন্তু শ্বশুরবাড়ির লোক মেয়েটিকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। বৃহস্পতিবার নাবালিকার বাবা ইটাহার থানায়  লিখিত অভিযোগ জানিয়েছেন। যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। পুলিস জানায়, অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকা অন্তঃসত্ত্বাকে হোমে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)