সংবাদদাতা, নকশালবাড়ি: খড়িবাড়িতে চলন্ত লরি থেকে চা পাতার বস্তা চুরির অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয় এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জিতেন্দ্র মাহাত। সে খড়িবাড়ি ব্লকের তারিজোতের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ৩২৭ নম্বর জাতীয় সড়কের খড়িবাড়ির বাতাসিতে চলন্ত লরি থেকে ১০ বস্তা চা পাতা চুরি হয়। এনিয়ে মধ্যপ্রদেশের বাসিন্দা দীনেশ বিশ্বকর্মা নামে ওই লরিচালক খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। শিলিগুড়ি থেকে চা পাতার বস্তা নিয়ে ইন্দোরের উদ্দেশ্য যাচ্ছিল লরিটি। চালক জানিয়েছিলেন, চলন্ত গাড়ি থেকে ১০ বস্তা চা পাতা খোয়া গিয়েছে। প্রথমে বিষয়টি বুঝে উঠতে পরেননি। যদিও অন্য এক লরিচালকের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হন। এদিকে, খড়িবাড়ি থানার পুলিস তদন্তে নেমে চুরিতে ব্যবহৃত গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।