সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার ফাঁসিদেওয়ার ফকিরগছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম হন এক মহিলা। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা বছর পঞ্চাশের সায়েরা খাতুন গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস কেটে ফেরার পথে অচমকা একটি চিতাবাঘ তাঁকে হামলা করে। গলায়, বুকে মারাত্মকভাবে চোট পান তিনি। ঘটনাক্রমে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ওই এলাকাই যেতেই চিতাবাঘটি পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। স্থানীয় সূত্রে খবর, এলাকাটি জনশূন্য থাকায় এমন ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ মনসুর বলেন, দুই দেশের সীমান্তের ৪ নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে ঘাস কেটে ফেরার পথে অচমকা চিতাবাঘের হামলার মুখে পড়েন সায়েরা। খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে যান। বাজি-পটকা ফাটিয়ে টহল দেন তাঁরা। বনবিভাগের কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, জখম মহিলার হাসপাতালে চিকিৎসা চলছে। বনকর্মীরা এলাকায় মোতায়েন রয়েছেন।