হবু স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, ভেঙে পড়লেন যুবতী
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সকাল থেকে থানার বাইরে অপেক্ষা। কারণ হবু স্বামীকে ধরে নিয়ে এসেছে পুলিস। কেন ধরা হল, কিছুই জানতে পারছিলেন না। যদিও পরে সবটা জানার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। বছর বাইশের যুবতীর চোখেমুখে আতঙ্কের ছাপ। আচমকা থানার পিছনের দিকের রাস্তায় নজর পড়ল তাঁর। ভ্যানে দুই যুবককে তুলছে পুলিস। তারমধ্যে একজন তাঁর হবু স্বামী। সাত-পাঁচ না ভেবে কাঁধের ব্যাগ মাটিতে ফেলে দিয়ে গাড়ির পেছনে দৌড় দেন। এরপর থানার আইসি’কে কাকুতিমিনতি। হবু স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য আর্জিও জানালেন তিনি। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তাঁর স্বামী অপরাধী হতে পারে। শুক্রবার এমনই ছবি ধরা পড়ল নিউ জলপাইগুড়ি থানায়।
এদিন সকালেই দুই দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো চাকু সহ গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি রাজগঞ্জের লক্ষ্মীস্থান ও জোড়পাকরিতে। আগ্নেয়াস্ত্র ও চাকু নিয়ে স্কুটারে চেপে বেরিয়েছিল এরা। খবর পেয়েই এনজেপি থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ধৃতদের মধ্যে একজনের হবু স্ত্রী ওই যুবতী। বিয়ের চলছিল প্রস্তুতি।
যুবতী জানান, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আমার হবু স্বামী তার মামাতো দাদা খলিল রহমানের ফুলবাড়ির বাড়িতে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এদিন সকালে পুলিস খলিলকে ফোন করে জানায় তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই যুবকের হবু স্ত্রী সহ তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা থানায় পৌঁছন। তাঁরা বিশ্বাসই করতে পারছিলেন না যে পেশায় দর্জি ওই যুবক অসামাজিক কোনও কাজ করতে পারে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, অস্ত্র সহ দুই যুবককে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।