আরও পরিচ্ছন্ন হবে বাবুঘাটে গঙ্গাসাগরের অস্থায়ী শিবির
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবুঘাটে প্রতি বছরের মত এবারও তৈরি হবে গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্ট বা অস্থায়ী শিবির। সেখানকার নিরাপত্তা নিয়ে এবার বিশেষ সতর্ক রাজ্য প্রশাসন। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি বছর বাবুঘাটের অস্থায়ী শিবির তদারকির দায়িত্বে থাকবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার। বাংলাদেশে অশান্তির আবহে কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দাদের সতর্কবার্তা রয়েছে এখন। তাই গঙ্গাসাগর মেলার বিপুল আয়োজনে কোনও ধরনের নাশকতা বা প্রতিবন্ধকতা না ঘটে, তার জন্যই বাড়তি সতর্ক রাজ্য।
এদিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে ফিরহাদ একটি বৈঠক করেন। ছিলেন দেবাশিস কুমারও। বৈঠকে কলকাতা পুলিস, পরিবহণ দপ্তর সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। সেখানে ঠিক হয়েছে, অস্থায়ী শিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও বাড়াতে এবার বাড়তি লোক নামানো হবে। পানীয় জল থেকে শুরু করে জঞ্জাল সাফাই, শৌচালয়ের ব্যবস্থা—সবটাই করে দেবে পুরসভা। মেয়র জানান, প্রতি বছর তিনটি শিফ্টে বাবুঘাট সাফাইয়ে ১২০ জন কর্মী নামানো হয়। এবার ১৩০ জন কর্মী দায়িত্বে থাকবেন। জঞ্জাল তুলতে বাড়তি গাড়ির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। -ফাইল চিত্র