• পার্থ, অয়নদের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কলকাতায় বিচার ভবনের বিশেষ আদালতে। এই মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রোমোটার অয়ন শীল ও নির্মাণ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ৮৮ দিনের মাথায় এই চার্জশিট পেশ করা হল। আদালত সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে সিবিআই জানায়, যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে একাধিক অযোগ্য ব্যক্তিকে  মোটা  টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্রও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে জমা দেয়। শীঘ্রই ওই চার্জশিটের প্রতিলিপি অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হবে। এক সময় এই মামলাটি চলছিল আলিপুর জজ কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেখা঩নেই এই মামলার প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল। পরবর্তী সময় মামলাটি স্থানান্তরিত হয়ে আসে কলকাতার বিচার ভবনে। 


    এদিকে, এদিনও বিচার ভবনের বিশেষ আদালতে ‌ই঩ডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের শুনানি চলে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওই বিশেষ শুনানি পর্ব। শুনানি চলাকা঩লীন পার্থ চট্টোপাধ্যায় সহ কয়েকজন মামলা থেকে অব্যাহতি চেয়ে কোর্টের কাছে আর্জি জানান তাঁদের আইনজীবী মারফত। আদালত সূত্রের খবর, এদিন সেই আবেদনেরও দীর্ঘ শুনানি হয়। ২৫ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত জেলা আদালত বন্ধ থাকলেও বিচার ভবনের এই বিশেষ আদালত খোলা রয়েছে এই মামলার শুনানির জন্য। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। তাই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।     
  • Link to this news (বর্তমান)