• জাল সরকারি নথি তৈরির অভিযোগে ধৃত তৃণমূল নেতা
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: এক বাংলাদেশি যুবককে জাল সরকারি নথি তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। ধৃত তৃণমূল নেতার নাম মৃগাঙ্ক বিশ্বাস। এই ব্যক্তি দলের এসসি, এসটি, ওবিসি সেলের নেতা। তবে মৃগাঙ্ক একা নয়, তার সঙ্গী সুব্রত দফাদার এবং বাংলাদেশি যুবক প্রাঞ্জল মণ্ডলকেও পাকড়াও করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, তারা ভোটার, আধার, রেশন কার্ড সহ বিভিন্ন জাল নথি তৈরি করত।


    জানা গিয়েছে, মাধপুর এলাকার বাসিন্দা অসিত মণ্ডল দিনকয়েক আগে হরিণঘাটা থানায় অভিযোগ করে বলেন, প্রাঞ্জল মণ্ডল নামের এক বাংলাদেশি যুবক তাঁর বাড়ির ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সরকারি নথি তৈরি করেছে। এমনকী, ওই নথিতে আমাকে প্রাঞ্জলের বাবা হিসেবে দেখানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জলকে হরিণঘাটার উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম পাওয়া যায় মৃগাঙ্ক বিশ্বাস ও সুব্রত দফাদারের। বৃহস্পতিবার রাতে পুলিস তাদের গ্রেপ্তার করে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিসের প্রাথমিক অনুমান, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে জমা পড়া সাধারণ মানুষের নথি ব্যবহার করে জাল নথি তৈরি করা হতো।


    এ প্রসঙ্গে মৃগাঙ্ক বিশ্বাসের বক্তব্য, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই তৃণমূল নেতার মদতেই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে। এরজন্য দায়ী তৃণমূল দল ও সরকার। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, আইন আইনের পথে চলবে। মৃগাঙ্ক দোষী প্রমাণিত হলে সাজা পাবে। দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।
  • Link to this news (বর্তমান)