বুকিং পেতে এবার আবেদন ৭ দিন আগে, ‘তোলাবাজ’ অনুপ্রবেশের জের
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কের সুপারিশপত্র বা চিঠি নিয়ে যে কেউ থাকতে পারেন কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে। কিন্তু বিধায়কের লেডার হেড ব্যবহার করে কারা থাকছেন, কী তাঁদের পরিচয়, এবার সেটাই আরও খতিয়ে দেখবেন হস্টেল কর্তৃপক্ষ। সেখানে এমএলএ হস্টেলে ঘর বুকিংয়ের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে। হস্টেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এবার থেকে দিনের দিনে কোনও বুকিং নেওয়া হবে না। বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হস্টেলে থাকবেন, তাঁদের আবেদন করতে হবে সাতদিন আগে। ওই সুপারিশপত্র খতিয়ে দেখে তবেই হস্টেলের ঘর বরাদ্দ করা হবে।
বিশেষত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে ‘তোলা’ চাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিস। এই তোলবাজির গোটা ঘটনা সামলানোর জন্য এমএলএ হস্টেলকে বেছে নিয়েছিল অভিযুক্তরা। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে’র নামে ঘর বুকিং হয়েছিল বলে পুলিস সূত্রে খবর। অভিযুক্ত ১২০০ টাকার একটি রুম বুক করেছিল একদিনের জন্য। যদিও বিজেপি বিধায়কের দাবি, তিনি কাউকে ঘর বুকিং করতে দেননি। কিন্তু অভিযুক্তরা বিধায়কের লেটার হেড কীভাবে পেয়েছে, এবং তা কাজে লাগিয়ে কীভাবে ঘর বুকিং করেছে, সবটা খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এমএলএ হস্টেল সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। গোটা ঘটনা জানতে চাওয়া হয়েছে পুলিসের কাছেও। কেউ অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিধায়কদের সঙ্গে যাঁদের ঘনিষ্ঠতা বা আত্মীয়তা রয়েছে, তাঁরা হস্টেলে গেস্ট রুম ভাড়া নিয়ে থাকেন। গেস্ট রুমের ভাড়া ন্যূনতম ৩০০ টাকা, সর্বাধিক ১৫০০ টাকা। ৪১টি গেস্ট রুম ভাড়ায় দেওয়া হয়। কিন্তু বিধায়কের সুপারিশে যাঁরা হস্টেলের গেস্ট রুমে থাকছেন আগামী দিনে তাঁদের ক্ষেত্রে পরিচয়পত্র আরও খুঁটিয়ে যাচাই করা হবে। ফলে এমএলএ হস্টেলের সুরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে আরও কঠোর হতে চলেছে।