• দালালরাজ নিয়ে সরব ল-ক্লার্করা
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিএলআরও, রেজিস্ট্রি এবং পরিবহণ দপ্তরের অফিস সর্বত্র দালালরাজ চলছে। আসানসোলে অনুষ্ঠিত রাজ্য সম্মেলনে এই অভিযোগ তুলে সরব হলেন ল-ক্লার্করা। শুক্রবার আসানসোল রবীন্দ্রভবনে সূচনা হয় পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের ১৫তম রাজ্য‌ সম্মেলন। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে ল-ক্লার্করা রাজ্য সম্মেলনে হাজির হন। তিনদিন ধরে চলবে এই সম্মেলন। সেখানেই ল-ক্লার্কদের নানা সমস্যা আলোচনায় উঠে আসে। সংগঠনের কর্তাদের দাবি, আমরা রাজ্যের সর্ববৃহৎ অরাজনৈতিক গণসংগঠন। আমাদের সদস্য ৫৫ হাজার। রাজ্যের ৯৯টি কোর্ট, ৩৪৬টি বিএলআরও অফিস, ৩৬টি পরিবহণ দপ্তর ও ৪২টি রেজিস্ট্রি অফিসে আমাদের সংগঠনের সদস্যরা কাজ করেন। অথচ কোথাও বসার জন্য মাথার ছাদটুকুও নেই। শৌচালয়, পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা নেই। সবচেয়ে বড় বিষয় এই অফিসগুলিতে কাজ করার জন্য আমাদের সদস্যরা লাইসেন্সপ্রাপ্ত। অথচ কোনওরকম বৈধ নথি না থাকা দালালরা এরকম বেশ কিছু অফিসে সব কাজ করিয়ে নিচ্ছে। এই দালাল চক্রই যত বেনিয়মের মূলে। তা ভাঙতে হবে। সংগঠনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী বলেন, দেশের বিএনএস আইন লাগু হয়েছে। আমরা দাবি রেখেছি, নতুন আইনে সড়গড় করতে আমাদের ছ’মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক।
  • Link to this news (বর্তমান)