নতুন বছরের ছুটিতে ঘুরে আসতে পারেন এই গ্রামে, মন যাবে জুড়িয়ে
আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কাছাকাছি অফবিট ট্যুর আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। উধাও হবে সারা বছরের ক্লান্তি । কোলাহল বর্জিত শান্ত নির্জন এলাকা অনেকের পছন্দের তালিকায় সবার আগে থাকে। পাশাপাশি সকালের গরম চায়ে চুমুকের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শনের যেন সারা বছরের ক্লান্তির ওষুধ। আর সেই ওষুধেরই নাম দাওয়াইপানি গ্রাম। যেই গ্রামে ঘুরতে যেতে পারেন নতুন বছরের ছুটিতে।
দাওয়াইপানি গ্রামের নামকরণের পিছনেও একটি কারণ রয়েছে। সেখানকার স্থানীয়দের কথায়, ব্রিটিশ সময়কালে ওই গ্রামের জল ব্যবহার করা হত ওষুধ হিসেবে। সেখানকার জলে ওষুধের গুণ রয়েছে যার কারণে ওই গ্রামের নাম দাওয়াইপানি।
এনজেপি, শিলিগুড়ি জংশন অথবা বাগডোগরা থেকে ৭৩ কিমি দূরত্বে অবস্থিত এই গ্রাম। দার্জিলিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। একদিকে যেমন পাইন গাছ, অপরদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।
নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে জোরবাংলো পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে অন্য একটি গাড়ি করে পৌঁছতে হবে দাওয়াইপানি। অথবা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। ওই গ্রামেই গজিয়ে উঠেছে বেশ কয়েকটি হোমস্টে। সেখানে ১২০০–২০০০/ জনপ্রতি টাকায় থাকা ও তিন বেলা খাওয়ার সুবিধা পাবেন। দাওয়াইপানি থেকে ঘুরে আসতে পারেন ঘুম, দার্জিলিং, লামাহাটা, তাকদাহ, তিনচুলে, লাভার্স পয়েন্ট ।