• বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের শুরুর দিকে ঠাণ্ডা পড়লেও বছরের শেষে শীতের লেশমাত্র নেই বাংলায়। অন্যদিকে, জাঁকিয়ে তুষারপাত শুরু হয়েছে উত্তর ভারতে। বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশের মানালি। তবে কি বছর শেষের আগেও ঠাণ্ডার দেখা মিলবে না বাংলায়? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। শনিবার রাতে এবং রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

     

     

    কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবিবারও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বছরের শুরুতে ঠাণ্ডা পড়লেও কনকনে ভাব থাকার সম্ভাবনা কম। হাড়কাঁপানো শীত কবে থেকে পড়বে তা এখনও জানাতে পারেনি হাওয়া অফিস। তবে বর্ষশেষের রাতে অনেকটাই কমবে তাপমাত্রার পারদ। জানা গিয়েছে, কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে নামতে পারে তাপমাত্রা। কয়েকটি জেলায় ১০ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে তাপমাত্রার পারদ।

     

     

    শনিবার রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। ফলে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ২৪ ঘণ্টা পর থেকে আগামী তিনদিন পতন হতে পারে তাপমাত্রার। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
  • Link to this news (আজকাল)