আজকাল ওয়েবডেস্ক: এক ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দুই সন্তান। অন্য ঘরে সিলিং ফ্যানে ঝুলছে মায়ের দেহ। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৪০৮ বজরঙ্গ অ্যাপার্টমেন্টে। দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আত্মঘাতী মহিলার নাম রুবি ঝা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছরের ওই যুবতী এবং তাঁর ১১ বছরের সন্তানের।
ইতিমধ্যেই দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শিবপুর থানার অন্তর্গত বেতাইতলার ৪০৮ বজরঙ্গ অ্যাপার্টমেন্টের একতলায় বাস করতেন হাওড়া সিটি পুলিশে কর্মরত প্রদীপ ঝা এবং তাঁর স্ত্রী রুবি ঝা। তাঁদের দুই সন্তান ১১ বছরের চিরাক এবং ছ’বছরের বঙ্কু। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর দুই সন্তানকে গলা টিপে খুন করার চেষ্টা করেন। সন্তানেরা অচৈতন্য হয়ে পড়লে তারপর নিজে অন্য একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত রুবি ঝার স্বামী প্রদীপ ঝা হাওড়া সিটি পুলিশে চাকরি করেন। ডিউটি থেকে বাড়ি ফিরে বহুবার ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এরপর ঘরের দরজা ভেঙে মৃত মহিলার দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে অচৈতন্য হয়ে পড়েছিল দুই সন্তান। উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে গেলে এক সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।