• আচমকাই বেপাত্তা স্ত্রী! 'মনখারাপে' চরম সিদ্ধান্ত স্বামীর...
    ২৪ ঘন্টা | ২৮ ডিসেম্বর ২০২৪
  • প্রসেনজিত্‍ সর্দার: স্ত্রী চলে গিয়েছে অন্যত্র। আর সেই কারণে রাগে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে এক যুবক। ঘটনা জানাজানি হতে শ্বশুর-শাশুড়ি ওই যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।জীবনতলা থানা এলাকার ঘটনা। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার অন্তর্গত উত্তর পাতিখালির যুবক আইউব মিদ্যে। পাশের উত্তর হোমরা গ্রামের রেহেনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত প্রায় পাঁচ বছর আগে প্রেমের পরিণয় হয়। ঘর বাঁধেন দম্পতি। নিঃসন্তান দম্পতি। এদিন সামান্য পারিবারিক অশান্তি হয় বলে অভিযোগ। এরপর বধূ রেহেনা অন্যত্র চলে যায়। বিস্তর খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। স্ত্রীকে খুঁজে না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে আইউব। এরপর অলক্ষে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। শ্বশুর বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে তাঁকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। 

    প্রসঙ্গত, অন্যদিকে অবশেষে স্বামীকে খুঁজে পেলেন রাজ্যের মহিলা পুলিস আধিকারিক শান্তি দাস। ফেসবুকে পোস্ট দিয়ে সেকথা জানিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে লিখেছেন, 'বন্ধুর সঙ্গে ও  নিরাপদেই আছে'। 

    সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাওড়া যাচ্ছি বলে নরেন্দ্রপুরের বাড়ি থেকে বেরোন দীপাঞ্জন।  হাওড়ায় দিয়ে একবার ফোনও করেছিলেন তিনি। ওই মহিলা পুলিস আধিকারিক জানিয়েছিলেন, তারপর থেকে স্বামীর আর যোগায়োগ করা যাচ্ছে না। থানায় নিখোঁজের ডায়েরিও করেন শান্তি। এরপর দুপুরে ফেসবুকে তিনি লেখেন, 'দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সমস্ত বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে ও নিরাপদে আছে'।

     

  • Link to this news (২৪ ঘন্টা)