• সম্পর্কে টানাপোড়েনের জন্যই পুড়িয়ে খুন প্রেমিকাকে? মালদা কাণ্ডে গ্রেপ্তার ১
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৪
  • মালদার চাঁচলে মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমান রেল পুলিশ। শুক্রবার রাতে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত। ট্রেনেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আবু তালেব। সে মালদার বাসিন্দা।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার সাত সকালে মালদার চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকায় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। মৃতদেহর পাশ থেকে উদ্ধার হয় আধার কার্ড এবং ভোটার কার্ড। সেই সূত্র ধরেই মৃতার পরিচয় জানতে পারে পুলিশ এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

    জানা যায়, মৃতার বাপের বাড়ি চাঁচল থানার দক্ষিণ শহর এলাকায়। ১০ বছর আগে কালিয়াগঞ্জ থানা এলাকায় বিয়ে হয়েছিল তাঁর। ২ সন্তানও রয়েছে ওই মহিলার। কিন্তু কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এরপর বাড়িতেই থাকতেন তিনি। মহিলার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছে বলে সূত্রের খবর।

    দেহটি যাঁরা প্রথমে দেখেছিলেন তাঁদের সন্দেহ, মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলা হয়েছে বলে তাঁদের অনুমান। তদন্তে নেমে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

    অন্যদিকে, কে বা কারা ওই মহিলাকে খুন করেছে, তা খতিয়ে দেখতে ময়দানে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেখানেই আবু তালেবের ছবি দেখা যায়। এর পরেই তার খোঁজ শুরু করেছিল পুলিশ।

    তদন্তকারীদের সন্দেহ, ওই মহিলার সঙ্গে হয়তো সম্পর্কে ছিল আবু তালেব। সেই সম্পর্কে অবনতি হওয়ার কারণেই মহিলাকে খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)