দুই বৃদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার পুঁইনিগ্রামের ঘটনা। মুখ ঢেকে বাড়িতে ঢোকে ৬-৭ জন ডাকাত। বাড়ির বাকি লোকজন সেই সময় বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন দুই বৃদ্ধা এবং এক যুবক।
সূত্রের খবর, রাতে দরজায় ঘনঘন কড়া নাড়ে ডাকাতরা। দরজা খুলতেই বাড়ির সদস্য রাকেশ দাসের মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। এরপর বাড়িতে ঢুকে ২ প্রবীণ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে এই দুষ্কৃতীরা। পরে তাঁদের মাথাতেও বন্দুক ঠেকানো হয়। বৃদ্ধারা আতঙ্কে চিৎকার করলেই গুলি ছোড়ে কয়েকজন ডাকাত। তবে তাতে কেউ আহত হননি।
এরপর দুই বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ধরে আলমারি ভেঙে লুটপাট চালানো হয়। বাধা দিতে গেলে মারধরও করা হয় তাঁদের। অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ ৫০ হাজার টাকা এবং পিতল, কাঁসার বাসন হাতিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। ঘটনায় আতঙ্কে রয়েছে দাস পরিবার। ওই দুই বৃদ্ধা জানান, তাঁদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। তাঁদের সন্দেহ, বাড়িতে যে আর কেউ রাতে থাকবে না, তার আগাম খবর ছিল ডাকাতদের কাছে। এলাকার কেউই সেই খবর ডাকাতদের দেয় বলে দৃঢ় সন্দেহ তাঁদের।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, পড়শিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ডাকাতিকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কে রয়েছে গোটা পাড়া। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।