• কাসভের ডেরায় ট্রেনিং জাভেদের, বৈঠক হাফিজ়ের ছেলের সঙ্গেও?
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: সে যে একাধিক বার পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) গিয়েছিল, সেই তথ্য নতুন কিছু নয়। সে যে পাক সংগঠন লস্কর–ই–তইবা (এলইটি)-এর থেকে জঙ্গি প্রশিক্ষণও নিয়েছিল তা–ও জানা তথ্য। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি যেখানে ট্রেনিং নিয়েছিল সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আজমল কাসভকেও! কাসভ ২৬/১১-এর মুম্বইয়ে হামলাকারীদের অন্যতম। জাভেদ যে সেখানেই ট্রেনিং নিয়েছিল, তাকে জেরা করে এই তথ্য পেয়েছে কাশ্মীর পুলিশ।

    তাদের রিপোর্টে বলা হয়েছে, পিওকে-র মুজজফ্ফরাবাদে জাভেদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলে তালহা সইদের সঙ্গে বৈঠকও করেছিল। বর্তমানে লস্করের কোন নেতার থেকে জাভেদের কাছে নির্দেশ আসছিল, তা খতিয়ে দেখছে কাশ্মীর পুলিশ। সে কোন কোন তথ্য গোপন করছে, তা জানার জন্য নানা ভাবে জেরা করা হচ্ছে জাভেদকে।

    কাশ্মীর পুলিশের রিপোর্ট বলছে, পিওকে এবং পাকিস্তানে জাভেদ মোট সাত বার গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদের একটি মাদ্রাসায় তার প্রাথমিক প্রশিক্ষণ হয়। রিপোর্ট বলছে, সেখানেই তালহা সইদের সঙ্গে জাভেদের একাধিক বার বৈঠক হয়। এর পরে লাহোরের লাগোয়া মুরিদকেতেও তিন বার গিয়েছিল জাভেদ।

    মুরিদকে-তেই পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার হেড কোয়ার্টার। গোয়েন্দা রিপোর্ট বলছে, এই মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ২৬/১১-র হামলাকারী আজমল কাসভ এবং তার সঙ্গিদের। এলইটি-র কম্যান্ডার–ইন–চিফ হাফিজ সইদ ধিল সেই হামলার মাস্টারমাইন্ড। হাফিজ সইদের উপরে রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা রয়েছে। যদিও তার ছেলে তালহা সইদ গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছিল। লাহোরের একটি আসনে পাকিস্তান মারকাজ়ি মুসলিম লিগ দলের টিকিটে ভোটে লড়লেও তালহা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীর কাছে হেরে যায়। মাত্র ২০২৪টি ভোট পেয়েছিল সে।

    গোয়েন্দাদের দাবি, এলইটি-র বেশ কয়েকটি বিষয় সরাসরি দেখে এই তালহা। তার মধ্যে রয়েছে প্রশিক্ষণ এবং জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ। কাশ্মীর পুলিশ জানার চেষ্টা করছে, মুরিদকেতে জাভেদকে কোন ধরনের ট্রেনিং দেওয়া হয়েছিল। বর্তমানে তালহার সঙ্গে তার যোগাযোগ ছিল কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে। কারও নির্দেশে সে বাংলায় এসেছিল, নাকি সে এলইটি-র থেকে পালিয়ে এসেছিল, তা খতিয়ে দেখছে কাশ্মীর পুলিশ।

    গোয়েন্দাদের ধারণা, জাভেদ বাংলায় এসেছিল অস্ত্র পাচারের রুট রেকি করতে এসেছিল জাভেদ। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে দীর্ঘদিন ছিল জাভেদ। বিস্ফোরক (আইইডি) তৈরিতে সিদ্ধহস্ত জাভেদ এক সময়ে প্রায় ৯ মাস ছিল করাচিতে। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনে তার নাম জড়ায়।

    পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। জামিনে ছাড়া পেয়ে সে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। সম্প্রতি এলইটি তার সঙ্গে যোগাযোগ করেছে জানার পরে সেই মামলায় ফের সক্রিয় হয় কাশ্মীর পুলিশ। আপাতত তাকে দফায় দফায় জেরা চলছে। কাশ্মীর পুলিশের হাতে ধৃত আরও কয়েক জন জঙ্গির সঙ্গে জাভেদকে মুখোমুখি বসিয়েও জেরা করা হবে।

  • Link to this news (এই সময়)