ইসলামপুরের ভৈরব সেতুর ভারবহণ ক্ষমতার পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে। ওই সেতু রয়েছে বহরমপুর-ডোমকল রাজ্য সড়কের উপর। সেতু পরীক্ষার জন্য শনিবার সকাল থেকে আগামী ৩ দিন সেতুটি বন্ধ থাকবে। মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ইসলামপুরের ভৈরব নদীর এই সেতু। প্রতিদিন বহু যান চলাচল করে এই সেতু দিয়ে। ইসলামপুর, ডোমকল, জলঙ্গি ও নদিয়ার সঙ্গে যোগাযোগকারী সেতুটি বন্ধ থাকায় ভোগান্তি হবে স্থানীয় কয়েক হাজার বাসিন্দার।
তবে, সেতুতে যান চলাচল বন্ধ থাকলেও বিকল্প রুট জানিয়েছেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ। তিনি জানান, ভৈরব সেতুতে যে ৩ দিন যানচলাচল বন্ধ থাকবে সেই ক'দিন সব ছোট গাড়ি বহরমপুর থেকে ভাকুড়ি হরিহরপাড়া হয়ে সুন্দরঘাটের বাঁশের সাঁকো পেরিয়ে ভগরতপুর হয়ে ডোমকল ঢুকবে। পণ্যবাহী ভারী যানবাহন ডোমকলের গাবতলা, কুশাবেড়িয়া, বাগডাঙা, জুগিন্দা হয়ে গঙ্গাধারী ব্রিজ হয়ে বহরমপুর যাবে। এই রাস্তাটি শুধুমাত্র বহরমপুর যাওয়ার জন্য, অর্থাৎ ওয়ান ওয়ে।
এ ছাড়া ভারী গাড়িগুলি বহরমপুর পঞ্চাননতলা দিয়ে চোঁয়া, গজনীপুর হয়ে গঙ্গাধারী ব্রিজ পেরিয়ে নদিয়ার থানারপাড়া করিমপুর হয়ে জলঙ্গি-ডোমকল রুট ধরে যাতায়াত করতে পারবে। এই রাস্তাটি অবশ্য ‘বোথ ওয়ে’ করা হয়েছে। অর্থাৎ দুই মুখেই যানবাহন চলাচল করতে পারবে।
বিশেষ কোনও পরিস্থিতি তৈরি হলে অ্যাম্বুলেন্সকে গ্রিন করিডর করে বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, গত ৩ দিনে বেশ কিছু পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের জন্যও যাতায়াতের ব্যবস্থা করার বিষয়ে ভাবনা চিন্তা করছে প্রশাসন। ডোমকলের এসডিপিও বলেন, ‘বিকল্প যে ব্যবস্থা করা হয়েছে তাতে আশা করছি সাধারণ মানুষের খুব একটা সমস্যা হবে না। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব। একাধিক জায়গায় পুলিশ মোতায়েন থাকবে।’
উল্লেখ্য, এই তিন দিনে সেতুটির ভারবহণ ক্ষমতা খতিয়ে দেখা হবে। সেতুটি রাজ্য পুর্ত দপ্তরের অধীনে। স্বাস্থ্য পরীক্ষার পরে প্রয়োজন অনুযায়ী সেতুটির সংস্কার করা হবে।