• দেখা মিলল জ়িনাতের, বাঘিনিকে লক্ষ্য করে ছোড়া হলো ঘুমপাড়ানি গুলি
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৪
  • অবশেষে দেখা মিলল জ়িনাতের। বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহিতে ক্যামেরা বন্দি বাঘিনি। সূত্রের খবর, ওই এলাকায় তাকে দেখে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দপ্তরের কর্মীরা। তবে গুলিটি বাঘিনির গায়ে লাগেনি বলে জানা গিয়েছে।

    রাজ্যের মুখ্য বনপাল এস কুলান্ডাইভাল বলেন, ‘আমরা আধঘণ্টার মধ্যে এই বিষয়ে নিশ্চিত কোনও আপডেট দিতে পারব।’ উল্লেখ্য, শনিবারই জানা যায়, বাঘিনি জ়িনাত অবস্থান করছে বাঁকুড়ার জঙ্গলে। তার গলায় থাকা রেডিয়ো কলারে পাওয়া সিগন্যালের তথ্য অন্তত তেমনই বলছে।

  • Link to this news (এই সময়)