• কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খাওয়াই হল কাল, বীরভূমে মৃত এক, আহত আরও ছয় ...
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ খিচুড়ি। সঙ্গে কচ্ছপের মাংস। এই খেয়েই বীরভূমে মৃত এক ব্যক্তি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের আরও ৬ জন। 

    জানা গেছে, মৃত ব্যক্তির নাম স্বাধীন বাগদি (‌৪৮)‌। বীরভূমের কাঁকড়তলা থানার বাসিন্দা ছিলেন তিনি। খাদ্যে বিষক্রিয়া–সহ একাধিক শারীরিক সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পরিবারের বাকিদের দুবরাজপুর, খয়রাশোল, সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুবরাজপুর হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের স্ত্রী মটরা বাগদি ও আত্মীয় ভুবন বাগদি ও পটা বাগদি। তাছাড়াও স্থানীয় হাসপাতালে ভর্তি আরও তিনজন।

    জানা গেছে, দু’‌তিন দিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খেয়েছিলেন। এরপর ওই রাত থেকেই পরিবারের সবার বমি, পায়খানার উপসর্গ দেখা দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে স্বাধীন ও মটর বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে স্বাধীনবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। শুক্রবার রাতে তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে তিনি মারা যান। 

    জানা গেছে অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা স্থিতিশীল। তাদের দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অন্যরা দুবরাজপুর হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রত্যেকই বিপদমুক্ত। 

     

     

     

     
  • Link to this news (আজকাল)