রাস্তা ফাঁকা পেতে হুটার বাজিয়ে যাচ্ছিল আইসিইউ অ্যাম্বুল্যান্স, রোগীর অবস্থা দেখতে গিয়ে বড় পর্দাফাঁস পুলিশের ...
আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এবার আইসিইউ অ্যাম্বুল্যান্স-এর আড়ালে মাদক পাচার। পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৫ কেজি গাঁজা। ধৃতরা সকলেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আইসিইউ অ্যাম্বুল্যান্সটি ভাড়া করে পাচারকারীরা। রোগী সাজিয়ে একজনকে ভেতরে শুইয়ে দিয়ে এরপর ওই গাঁজা অ্যাম্বুল্যান্সের ভিতরে রাখে।
এরপর অ্যাম্বুল্যান্সের হুটার বাজাতে বাজাতে তারা রওনা দেয়। এর আগে এসটিএফ খবর পেয়েছিল বড়সড় পরিমাণ গাঁজা নিয়ে তিনজনের একটি দল কোচবিহার থেকে আসছে। পথে কোথাও দাঁড়াতে হয়নি এই পাচারকারীদের। অ্যাম্বুল্যান্স দেখে সকলেই রাস্তা ছেড়ে দেয়। বেলডাঙা থানা এলাকায় গাঁজার হাতবদলের সময় এসটিএফ তাদেরকে ধরে। অ্যাম্বুল্যান্সটি বারবার হুটার বাজাচ্ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই বেড়িয়ে পড়ে গাঁজার বস্তা। উদ্ধার হওয়া গাঁজার দাম ৩০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি চার চাকার গাড়িও আটক করেছে পুলিশ।