• লেগেছে ঘুমপাড়ানি গুলি, জিনাত কি শেষপর্যন্ত ঘুমালো? অপেক্ষায় বনদপ্তর
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাঘিনীর ঘুমের অপেক্ষায় বনদপ্তর। শনিবার বিকেল চারটে নাগাদ বাঘিনী জিনাতকে তাক করে ছোঁড়া হয় ঘুমপাড়ানি গুলি। যা তার গায়ে লাগে। তৎক্ষণাৎ জায়গা ছাড়ে জিনাত। এরপরেই তার সন্ধানে ওড়ানো হয় ড্রোন। অপেক্ষায় বনদপ্তর কখন ঘুমায় জিনাত। 

    রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রান) দেবল রায় বলেন, 'গুলি বলতে বোঝানো হয় একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ। এদিন যখন বাঘিনীকে ঘুম পাড়ানোর জন্য সেটা ছোঁড়া হয় তখন সেটা তার গায়ে লেগেছে বলেই আমাদের কাছে খবর। যদি সিরিঞ্জটি ঠিকঠাক বিঁধে পুরো ওষুধ তার শরীরে প্রবেশ না করে তখন আবার আরেকটি 'ডার্ট' ছোঁড়ার দরকার হয়। গোটা বিষয়টি আমরা দেখছি। ঘটনাস্থলে উপস্থিত আমাদের কর্মীরা সকলেই ব্যস্ত রয়েছেন।' 

    জানা গিয়েছে, বাঁকুড়ার রাণীবাঁধ রেঞ্জের কাছে এদিন জিনাতের খোঁজ পেয়ে তাকে ধীরে ধীরে ঘিরে ফেলা হয়। যাতে সে এদিক ওদিক কোথাও যেতে না পারে সেজন্য জঙ্গলের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপরেই তাকে ঘুম পাড়ানোর উদ্যোগ শুরু হয়। 

    সেইমতো পশু চিকিৎসক ওষুধের 'ডোজ' ঠিক করে দেন। এরপরেই সুবিধাজনক জায়গায় তাকে পেয়ে ছোঁড়া হয় ইঞ্জেকশনের সিরিঞ্জ। যা মুহূর্তে ঢুকে যায় জিনাতের শরীরে। তবে যতক্ষণ না জিনাত পুরোপুরি ঘুমিয়ে পড়ছে এবং বনদপ্তর তাকে খাঁচাবন্দি করতে পারছে ততক্ষণ দপ্তরের কর্মী ও আধিকারিকরা নিশ্চিন্ত হতে পারছেন না। অপেক্ষায় রয়েছেন। 

    প্রসঙ্গত, ওড়িশা থেকে একটি বাঘিনী ঢুকে পড়ে রাজ্যের জঙ্গলমহল এলাকায়। তাকে ধরার জন্য বন দপ্তরের তরফে সবরকমের চেষ্টা চালানো হলেও প্রতিবার সে এড়িয়ে গিয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে চড়কি পাক খাওয়াচ্ছে বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের।
  • Link to this news (আজকাল)