• তৃতীয় জাতীয় কবিতা উৎসব শুরু সরলা রায় মেমোরিয়াল হলে, উত্তেজনা শহরবাসীর মধ্যে
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হল সরলা রায় মেমোরিয়াল হলে। সপ্তর্ষি প্রকাশনের আয়োজনে গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকাটি সারা বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কবিতা পাঠের অনুষ্ঠান করে থাকে। এ বছর এই ধরনের ১২টি অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বহুভাষিক জাতীয় কবিতা উৎসবটি এই অনুষ্ঠানগুলির সমাপ্তি অনুষ্ঠান। 

    ২৭ ডিসেম্বর, শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ইংরেজি ভাষার কবি ও হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নন্দিনী সাহু। এই উৎসবে প্রতিবছরই বাংলা ছাড়া অন্য ভাষার একজন কবিকে সম্মান জানানো হয়। এবছর 'গদ্যপদ্যপ্রবন্ধ ২০১৪' সম্মাননা তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট ওড়িয়া কবি কেদার মিশ্রর হাতে। উৎসবেই প্রকাশ পেয়েছে অসমীয়া কবি সৌরভ শইকিয়ার অসমীয়া কবিতার বাংলা অনুবাদের গ্রন্থ "এক নিঃসঙ্গ হাসপাতাল"। ভাষান্তর করেছেন বাসুদেব দাস। গ্রন্থটি প্রকাশ করেন রনজিৎ দাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান কবি কালীকৃষ্ণ গুহ। কবিতা পড়েছেন উর্দু ভাষার কবি নসিম আজিজী, হিন্দি ভাষার কবি বিমলেশ ত্রিপাঠী, ইংরেজি ভাষার কবি সম্পূর্ণা চ্যাটার্জি, রাজর্ষি পত্রনবিশ, সুতনুকা ঘোষ রায়, অনিন্দিতা বসু-সহ বাংলা ভাষার বিশিষ্ট কবিরা। গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকার সম্পাদক অংশুমান কর জানিয়েছেন, আরও দুদিন এই কবিতা উৎসব চলবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন ভাষার কবিরা এই উৎসবে কবিতা পাঠ করবেন। 

    শনিবারের অনুষ্ঠানে রয়েছে "কবিতার ছবি, ছবির কবিতা" শীর্ষক একটি আলোচনা। সেখানে অংশ নেবেন হিরণ মিত্র, প্রবাল কুমার বসু, সন্মাত্রানন্দ ও সমীরণ চট্টোপাধ্যায়। রবিবার রয়েছে 'কবিতা কাজের জিনিস নয়, ভাবের জিনিস' নামক একটি বিতর্ক অনুষ্ঠান। অংশ নেবেন সেলিম মল্লিক, সৌভিক গুহ সরকার, কস্তুরী সেন, সব্যসাচী মজুমদার ও তুষার পণ্ডিত। শীতের শহরে এই উৎসবটি নিয়ে শহরবাসীর মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে।
  • Link to this news (আজকাল)