বাংলাদেশ থেকে হুমকি, শুভেন্দুর নিরাপত্তায় যে যে বদল করল শাহের মন্ত্রক
আজ তক | ২৮ ডিসেম্বর ২০২৪
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা জোরদার করা হল। শুভেন্দুকে নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলতে চাইছে খোদ অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের ঘটনায় যেভাবে প্রথম থেকে সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, তাতে তাঁর উপর হামলা চালানো হতে পারে বলে খবর পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরই শুভেন্দুর নিরাপত্তা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তবে বর্তমান পরিস্থিতিতে শুভেন্দুর নিরাপত্তা আরও আটসাঁট করা হচ্ছে।
জানা গিয়েছে, এবার থেকে শুভেন্দুর গতিবিধির উপর কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন। সভা, মিছিল বা যে কোনও ‘আউটডোর’ কর্মসূচিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের হাতে শিল্ড এবং আগ্নেয়াস্ত্র থাকবে বলে সূত্রের খবর। সভা শেষে মঞ্চ থেকে নেমে কোনও কথা বলবেন না শুভেন্দু। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও দেবেন ওই মঞ্চ থেকেই। মঞ্চের নীচে দাঁড়িয়ে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না।
আরও জানা গিয়েছে যে, রাস্তাতেও থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। কনভয়ে থাকবে ২২ জনের সশস্ত্র বাহিনী। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে, পিছনে এবং দু’ পাশে ভিআইপি গাড়ি ঘিরে থাকবে অন্য সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি বুঝে বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক সভায় ‘ডি জোন’ থাকতে হবে।বিরোধী দলনেতার সঙ্গে কেউ সেলফি তুলতে এলে সেই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা তল্লাশি করবেন বলে প্রোটোকলে উল্লেখ করা হয়েছে। শুভেন্দুর নিরাপত্তায় মহিলা নিরাপত্তারক্ষীদের পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে।