বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে বহাল তবিয়তে বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি জেলায় জেলায় ধরপাকড় শুরু হতেই আতঙ্কিত হয়ে পড়েন। সিদ্ধান্ত নেন, বাংলাদেশ ফিরে যাবেন। আর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথেই পুলিশের জালে ধরা পড়লেন দুই বাংলাদেশি। তাঁদের গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পুলিশ। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম দুলাল শেখ এবং পারুল বেগম। তাঁদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। শুক্রবার বিকেলে টহল দিচ্ছিল বাগদা থানার পুলিশ। বৈকোলা এলাকায় দু’জনকে দেখে তাদের সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই দু’জন চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য বৈকোলায় এসেছিলেন। ধরপাকড় শুরু হওয়ায় বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
এরপর ওই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। কড়াকড়ি শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের গ্রেপ্তারের খবর মিলছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। দিন দুয়েক আগেই ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে নদিয়ার ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ।
চলতি মাসেই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্রের পর্দাফাঁস করে বাগদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই সাইবার ক্যাফের মালিককে। ভুয়ো পরিচয়পত্র তৈরি নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকও সারেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ডিজি। সীমান্ত পথে চোরা-গোপ্তা অনুপ্রবেশ রুখতে পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারিও শুরু করে পুলিশ।