অঙ্গনওয়াড়ি, স্কুল সংস্কার থেকে বিনে পয়সার কোচিং! পুরুলিয়ায় শুরু গ্রামোন্নয়ন কর্মসূচি তথ্যপ্রযুক্তি সংস্থার
প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে সেজে উঠছে পুরুলিয়ার বলরামপুর ব্লক। স্থানীয়দের জীবনের মানোন্নয়নের স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয়ের সংস্কার থেকে পড়ুয়াদের জন্য বিনে পয়সার কোচিংয় চালু হল সেখানে। শুধু শিক্ষা নয়, সাড়ে চারশো একর জমির চাষাবাদের জন্য জল ধরে রাখার জন্য বিশেষ উদ্য়োগও নেওয়া হয়েছে। আর এই উন্নয়নের নেপথ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা এলটিআইমাইন্ডট্রি।