• যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা বেসরকারি বাসের, রেষারেষির বলি ২, আহত ৮
    এই সময় | ২৮ ডিসেম্বর ২০২৪
  • বেসরকারি দু'টি বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। দুর্ঘটনায় নিহত দু’জন। তাঁরা প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলেন। আহত একাধিক বাস যাত্রী। শনিবার দুপুরে ইসলামপুরের বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা। মৃতদের নাম শম্ভু বিশ্বাস (১৭), তিনি চোপড়ার বাসিন্দা ও সোমা মণ্ডল (৮), তিনি ইসলামপুরের বাসিন্দা। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় রায়গঞ্জগামী দুটি বেসরকারি বাসের চালক রেষারেষি করছিলেন। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মেরে যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক্ষালয়ে অপেক্ষা করা দু’জনের। আহত হযন আরও আটজন। খবর পেয়ে বড় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা।

    স্থানীয় এক দোকানদার বলেন, ‘বাসটি রায়গঞ্জের দিকে যাওয়ার সময় একটি টোটোকে মেরে সোজা প্রতীক্ষালয় ঢুকে পড়ল আমার চোখের সামনে। টোটোতে প্রায় ৪-৫ জন যাত্রী ছিলেন। বাসস্ট্যান্ডে আরও ৪-৫ জন দাঁড়িয়ে ছিলেন। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।’

    ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘দুটি বাসের রেষারেষির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দু'জনের প্রাণ গিয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। বাস দুটোকে আমরা আটক করেছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ধরণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ দুই বাসের চালক পলাতক। তাঁদের খোঁজ চলছে।

  • Link to this news (এই সময়)