আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ১২ বছর পর শুরু হতে চলেছে প্রয়াগের মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী ঘাটে আয়োজিত হবে মহাকুম্ভ। ইতিমধ্যেই কুম্ভমেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল। শুধু পূর্ব রেলই ৪২ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের টিকিয়াপাড়া কোচিং ইয়ার্ডে এরকমই একটি বিশেষ ট্রেন সাজানোর কাজ চলছে।
ট্রেনের কামরার ভিতরে, বাইরে সর্বত্র কুম্ভের ছোঁয়া। মহাকুম্ভ শব্দের অর্থ থেকে মহাকুম্ভের পুণ্যস্নানের নির্ঘণ্ট, সব কিছুই লেখা থাকছে ট্রেনের গায়ে। কিউআর কোড স্ক্যানিং করে মহাকুম্ভের তাঁবু বুক করার অপশনও থাকছে ট্রেনের গায়ে। এ ছাড়া ট্রেনের গায়ে ফুটিয়ে তোলা হচ্ছে মেলার বিভিন্ন মুহূর্তের আকর্ষণীয় ছবি।
রেল সূত্রে জানা গিয়েছে, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০টি কুম্ভ স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৫টি, শিয়ালদহে ৪টি, মালদহে ২টি ও আসানসোলে ১টি ট্রেনের কোচ সাজানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন রওনাও হয়েছে। ১ জানুয়ারি থেকে কুম্ভ স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে।
হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার বলেন, ‘আমরা হাওড়া ডিভিশন থেকে ৫টি বিশেষ ট্রেন এলাহাবাদ নর্থ সেন্ট্রাল রেলওয়েতে পাঠাচ্ছি। কোথায় কোথায় সেই সব ট্রেন চলবে, তা ওই ডিভিশন ঠিক করবে। আমরা ৯টি স্পেশাল ট্রেনের রেক তৈরি করছি। এ বছরের শুরুতে আস্থা স্পেশালের জন্য যা করেছিলাম, সেই ব্যবস্থা হবে। বড় বড় স্টিকার লাগানো থাকবে ট্রেনে। প্ল্যাটফর্মে ঢুকলেই আলাদা করে বোঝা যাবে এ ট্রেন কুম্ভের জন্য।’