বাড়িতে মজুত বাজি থেকে বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে। অগ্নিদহগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি তিন জন। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার এমআর বাঙুরে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দারপাড়ায় বাজি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণ হয় বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে। এর ফলে বাড়িতে আগুনও লেগে যায়। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ওই ঘটনায় পিন্টু ছাড়াও অগ্নিদগ্ধ হয়েছে শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার নামে আরও দু’জন।
বিস্ফোরণের জোরালো শব্দ শুনে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন পড়শিরাই। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকেও। গ্রামবাসীদের দাবি, সিলিন্ডার থেকে বাড়িতে আগুন লেগে গিয়েছিল প্রথমে। তার পর বাজি বিস্ফোরণ।