• কালিম্পঙের দোকানে আগুন, ছড়িয়ে পড়ল দ্রুত! পুড়ে ছাই সাতটি বাড়ি
    আনন্দবাজার | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আচমকাই কালিম্পঙের ১১ মাইলের এক দোকানে আগুন লেগে যায়। দোকানের মধ্যে লোহালক্কড় এবং প্লাস্টিক মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এক এক করে এলাকার প্রায় সাতটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় বাড়িগুলি।

    জানা গিয়েছে, শনিবার দুপুরে কালিম্পঙের ১১ মাইলের কাছে একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়ি এবং দোকানে। মূলত কাঠের বাড়ি হওয়ায় সেই আগুন মুহূর্তের মধ্যেই বড় আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছয়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন দমকলকর্মীরা৷ শুধু দমকল নয়, আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায় ভারতীয় সেনাও। সেনাছাউনিতে থাকা একটি দমকল ইঞ্জিন আসে ঘটনাস্থলে।

    কী ভাবে আগুন ছ়়ড়াল? এ প্রসঙ্গে কালিম্পঙের জেলাশাসক বলেন, ‘‘লোহালক্কড়ের দোকান থেকেই এই আগুনের উৎপত্তি৷ প্রাথমিক ভাবে আমাদের অনুমান শর্ট সার্কিটের কারণেই এই আগুন। পরে তা ছড়িয়ে পড়ে। ওই এলাকার বেশির ভাগ বাড়ির সামনে দোকান। কাজেই সাতটি এই রকম বাড়ি আগুনে ক্ষতি হয়েছে। তবে হতাহত কেউ হয়নি।’’

  • Link to this news (আনন্দবাজার)