বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের পুড্ডি পঞ্চায়েতের বারুনিয়া ও গোসাঁইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যেই কোথাও রয়েছে জ়িনাত। সন্ধ্যা নেমে যাওয়ায় জঙ্গলের চারপাশ জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। একাধিক জায়গায় সন্ধ্যার পরেই আগুন জ্বালিয়ে দেন বন কর্মীরা। শনিবার বেলায় একঝলক দেখা গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত জ়িনাতকে ধরা সম্ভব হয়নি।
শনিবার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রামে জ়িনাত ঢুকেছিল বলে আগেই জেনেছিল বন দপ্তর। জ়িনাতের দেখা মেলার পরেই ঘুমপাড়ানি গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বন দপ্তরের তরফে। তাকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। কিন্তু, সেই গুলি বাঘের গায়ে লাগেনি বলেই জানা গিয়েছে।
বন দপ্তরের সঙ্গে রয়েছে হুলাপার্টিও। রাতের মধ্যেই জ়িনাতকে ধরার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। ওডিশার বন বিভাগের একটি টিমও রয়েছে সঙ্গে। গত কয়েকদিন পুরুলিয়ায় ভ্রমণের পর শনিবার বাঁকুড়ায় প্রবেশ করে সে। শনিবার ভোরের দিকে বাঘের গর্জনও শুনতে পান গোঁসাইডিহি গ্রামের বাসিন্দারা। গ্রামের অদূরেই মুকুটমণিপুর লাগোয়া ছোট একটি জঙ্গলে রয়েছে সে। বন দপ্তরের তরফে ইতিমধ্যে এলাকাবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওডিশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে যাত্রা শুরু করেছিল জ়িনাত। ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে ঝাড়গ্রামের জঙ্গলপথ ধরে বাংলায় প্রবেশ করে সে। এর পর বাঘিনি ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানে। গত বৃহস্পতিবার জঙ্গলে ঢুকে অভিযান চালিয়েছিলেন বনকর্মীরা। কিন্তু সাফল্য মেলেনি। বাঁকুড়াতেই কী ধরা পড়বে সে? অপেক্ষায় বনকর্মীরা।