• অভিষেকের নামে টাকা চাওয়ার ঘটনার তদন্তে তথ্য তলব পুলিশের, কী বললেন বিজেপি বিধায়ক?
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়া হয়েছিল কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে। অভিযোগের ভিত্তিতে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ নামে তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। হস্টেলের সেই ঘর বুক ছিল কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে’র নামে। তদন্তের স্বার্থে বিজেপি বিধায়কের কাছে তথ্য তলব করল পুলিশ। 

    বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘তদন্তে আমি অবশ্যই পুলিশের সঙ্গে সহযোগিতা করব। তবে যেটা হয়েছে সেটা মারাত্মক ব্যাপার। কী ভাবে আমার স্বাক্ষর জাল করেছে সেটা তদন্ত হোক। এর সঙ্গে এমএলএ হস্টেলের কেউ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখুক পুলিশ।’ যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সঙ্গে কোনও পরিচিতি নেই, নামও শোনেননি বলে দাবি করেন বিধায়ক। 

    উল্লেখ্য, গত মঙ্গলবার কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে অভিযুক্তরা। তাঁর পুরসভার চেয়ারম্যান পদ চলে যাবে বলে ফোনে জানানো হয়। ফোনে বলা হয়, ‘আপনাদের সরিয়ে দেওয়া হবে। থাকতে গেলে দেখা করুন। টাকা নিয়ে আসুন।’ তাঁর কাছে পাঁচ লক্ষ টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। 

    কালনা পুরসভার চেয়ারম্যান হস্টেলের ৩১৭ নম্বর ঘরে দেখাও করতে যান। তিনজনের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পরেই বিষয়টি নিয়ে সন্দেহ হয়। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে। 

  • Link to this news (এই সময়)