হঠাৎ করে গ্রামের পুকুর, খালের জল সব লাল হয়ে যাচ্ছে। এলাকায় শিশু থেকে বৃদ্ধ ভুগছে শ্বাসকষ্টে, চোখ জ্বলছে। মহিলাদের গায়ে কেমন যেন দাগ! এলাকাজুড়ে ভয়ের আবহ। এর পরই হাতেনাতে ধরা পড়ল ‘কালপ্রিট’। রাতের অন্ধকারে গ্রামের পাশের নয়ানজুলিতে ফেলা হচ্ছে কেমিক্যাল মিশ্রিত দূষিত তরল। উলুবেড়িয়া থানার শিল্পতালুক বীরশিবপুর এলাকার ঘটনা।
স্থানীয় ১৬ নম্বর জাতীয় সড়কের দু’পাশে রয়েছে একাধিক কারখানা। অভিযোগ, সেই সব কারখানার কেমিক্যাল মেশানো দূষিত জল রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে ফেলা হয়। সেই জলে শুধু নয়ানজুলিই নয়, উলুবেড়িয়া-২ নং ব্লকের আমরাবেড়িয়া গ্রামের খাল পুকুর-সহ চাষের জমিতে।
খাল, জমি, পুকুরে মিশে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। সমস্যার সম্মুখীন হচ্ছে জাতীয় সড়কের পাশে থাকা গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এ রকম একটি ট্যাঙ্কার ধরেছেন গ্রামবাসীরা। ট্যাঙ্কারটি আটকে বিক্ষোভ দেখান তাঁরা। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটি আটক করে। তবে চালক ততক্ষণে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এই জল গায়ে লাগলে চর্মরোগ হচ্ছে। জমির ক্ষতি হচ্ছে, পুকুরের মাছও মরে যাচ্ছে। চাষাবাদ বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। গৃহপালিত পশুদেরও বিপদের আশঙ্কায় এলাকার খাল, পুকুরের জল থেকে দূরে রাখা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। তবে উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মালেকা খাতুন জানান, গ্রামবাসীদের সমস্যার বিষয়টি শুনেছেন। পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।