• জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...
    আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
  • অরিন্দম মুখার্জি : একদিকে বাঁকুড়া জেলায় বাঘিনী জিনাতের আতঙ্ক। অন্যদিকে আরেক আতঙ্ক ছড়িয়ে পড়ল দলমা পাহাড় থেকে খাবারের খোঁজে আসা ৬২ টি হাতির দলের জন্য। বাঁকুড়ার বড়জোড়া সোনামুখী এবং জয়পুর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই হাতির দল। বাঘিনী জিনাতকে ঘুম পাড়ানির গুলি চালানো হয়েছে কিন্তু বনদপ্তর সূত্রে খবর মিলেছে তার গায়ে ঠিকভাবে সেই গুলি লাগেনি। ফলে যে জায়গায় মনে করা হয়েছিল বাঘিনী রয়েছে সেখান থেকে তার অবস্থান অন্যদিকে সরে গিয়েছে। রেডিও কলার সেদিকেই ইঙ্গিত দিয়েছে। 

     

    বনদপ্তরের আধিকারিকরা তাই গোসাইডিহি গ্রাম চারদিক দিয়ে জাল দিয়ে মুড়ে দিয়েছে এবং তারা বিভিন্ন উপায় নজরদারি করছে। বাঘিনী জিনাতের জন্য এবার ড্রোন ব্যবহার করছে বনদপ্তরের আধিকারিকরা। অন্যদিকে হাতির গতিবিধি লক্ষ্য করার জন্য বনদপ্তরের আধিকারিকরা ড্রোনেরই সাহায্য নিয়েছে এবং চেষ্টা করছে তাদের যেন জঙ্গলে প্রবেশ করানো যায়। যেন তারা শহরে না ঢুকে পড়ে। বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা যেমন বাঘিনী জিনাতের গতিবিধি লক্ষ্য করছি ঠিক সেইভাবে দলমা পাহাড় থেকে আশা হাতির দলকেও লক্ষ্য রাখছি। 

     

    বাঘিনী জিনাত নিজেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চেষ্টা করছে।  জিনাত দিনের বেলায় জঙ্গলে থাকছে তবে রাত হলেই দিক পরিবর্তন করে পালিয়ে যাচ্ছে। বনদপ্তরের আধিকারিকরা এই বিষয়ে খুব সতর্ক রয়েছে রাতে সে যেন গোসাইডিহি এলাকা ছেড়ে কোনওভাবে পালিয়ে না যেতে পারে।  এবার কখন এই সমস্যার সমাধান হবে সেটাই দেখার। 
  • Link to this news (আজকাল)