কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কালিম্পংয়ে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি বাড়ি এবং দোকান। শনিবার দুপুরে কালিম্পংয়ের এগারো মাইল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। নিমিষের মধ্যেই আগুন বেশ কয়েকটি বাড়ি ও দোকান গ্রাস করে ফেলে। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর কাজে লেগে পড়েন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সেনাবাহিনীও। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দু'টি বাড়ি ও চারটি দোকান। এই অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ।