• বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...
    আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুই বাস চালকের বচসার জেরে শনিবার ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বচসার জেরে এক বাসের চালক অন্য বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় বলে অভিযোগ। যার জেরে বাসটি পিষে দেয় একটি টোটোর যাত্রীদের। ঢুকে যায় রাস্তার পাশে একটি যাত্রী প্রতীক্ষালয়ে। বাসের ধাক্কায় এক কিশোরী ও আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধার করে তাঁদের ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।  

    জানা গিয়েছে, এদিন ইসলামপুর বাস টার্মিনাসের কাছে দুই চালকের মধ্যে বচসা চলাকালীন আচমকাই এক বাসের চালক চলন্ত বাসটির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। যার জেরে ওই বাস চালক আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে একটি টোটোতে। সেইসঙ্গে ঢুকে পড়ে একটি যাত্রী প্রতীক্ষালয়ে। ঘটনাস্থলেই এক কিশোরী-সহ আরেকজনের মৃত্যু হয়। আহত হন প্রতীক্ষালয়ে অপেক্ষারত কয়েকজন যাত্রী। 

    মহকুমাশাসক প্রিয়া যাদব বলেন, তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পথ অবরোধ ছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
  • Link to this news (আজকাল)