শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন?
আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্য ও গৌরব বজায় রেখে শনিবার শেষ হতে চলেছে শান্তিনিকেতনে এবারের মতো পৌষ উৎসব ও পৌষমেলা। গত ২৩ ডিসেম্বর এই মেলার উদ্বোধন হয় স্তুতি পাঠ এবং সানাইয়ের সুরের মধ্য দিয়ে। ছ'দিন ধরে এই মেলায় ছিল স্থানীয় ও পর্যটকদের ভিড়ে জমজমাট। শনিবার রাত বারোটার পর মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
জানা গিয়েছে, এবারের মেলায় সমাগম হয়েছিল ৭ লক্ষ মানুষের। তাঁদের ঘিরে হস্তশিল্পী, টোটো চালক, হোটেল ব্যবসায়ী থেকে স্টল মালিক, সকলের মধ্যেই ছিল তুমুল উৎসাহ। এদিন মেলার মাঠ পরিষ্কার-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিশ্বভারতীর অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক বিনয়কুমার সরেন ও অন্যরা।
উপাচার্য জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই মেলায় মানুষের অংশগ্রহণ ও উচ্ছাসে তাঁরা আপ্লুত। অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, মেলায় অনৈতিক কাজের জন্য ৫০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মেলা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষের মতে, মেলা সফল হওয়ার জন্য স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে।