• বর্ষবরণে মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ, নিরাপত্তায় মুড়ছে শহর কলকাতা
    আজ তক | ২৯ ডিসেম্বর ২০২৪
  • বর্ষবরণের বাকি আর মাত্র কয়েকদিন। ২০২৪-এর শেষ হয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা। প্রতি বছর বর্ষশেষের দিন ও বর্ষবরণে নিরাপত্তায় মুড়ে যায় শহর কলকাতা। এ বছরও ঢালাও নিরাপত্তায় মুড়তে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। বছরশেষে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে শনিবার কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা সাংবাদিক বৈঠক করেন। 

    এদিন  নগরপাল মনোজ ভার্মা জানা, বর্ষবরণের রাতে কলকাতা শহরে স্পেশ্যাল টিম থাকবে। শহরজুড়ে সাড়ে ৪ হাজার বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল এবং সমস্ত পিকনিক স্পটে পুলিশ মোতায়েন থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও রাখা হচ্ছে। পার্কস্ট্রিটে অতিরিক্ত পুলিশ থাকবে।  ৩১ জানুয়ারি এবং ১ তারিখ পর্যন্ত একই সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে।

    বর্ষবরণের দিন অনেক দুর্ঘটনা ঘটে, অভব্য আচরণের জন্য গ্রেফতারও হয় প্রচুর। দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। ১৫টি জায়গায় স্পেশ্যাল নাকা চেকিং চলবে বলে জানান মনোজ ভার্মা। পাশাপাশি, ২৯ ডিসেম্বরের পর থেকে বাইক-স্কুটির জন্য মা ফ্লাইওভারে বিধিনিষেধ তুলে দেওয়া হবে। তবে গতি নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের এসটিএফ টিমও সর্বদা তৈরি থাকবে। যেহেতু মা ফ্লাইওভারে দুর্ঘটনা প্রবণ তাই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

    এদিন নগরপাল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানান। সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক জায়গা থেকে জঙ্গি পাকড়াও হয়েছে। শুক্রবার পার্কস্ট্রিট এলাকা থেকে একজন ধরা পড়েছে। তাই বছর শেষে হোটেলগুলিতে কড়াকড়ি করা হয়েছে। সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। হোটেলগুলিতে পর্যাপ্ত নথি দিয়েই মিলবে ঘর।
  • Link to this news (আজ তক)