• অবশেষে জিনাতকে লক্ষ্য করে ছোড়া হল ঘুমপাড়ানি গুলি, শীঘ্রই খাঁচাবন্দি বাঘিনি?
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • বাঁকুড়া, ২৮ ডিসেম্বর: বাঘবন্দি খেলা চলছেই। কিছুতেই বনদপ্তরের নাগালে আসতে রাজি নয় বাঘিনি জিনাত। আবার এদিকে ছাড়ার পাত্র নয় বনদপ্তরও। তবে এমন পরিস্থিতিতে লুকোচুরি খেলাটা এবার হয়তো শেষের পথে। কারণ, আজ শনিবার বন দপ্তরের তরফ থেকে জিনাতকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ঘুমপাড়ানি গুলি। ফলে সব ঠিকঠাক থাকলে তাকে খুব শীঘ্রই বাগে আনা যেতে পারে। যদিও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। সবটাই ঠিক হয়েছে তো? সবচেয়ে বড় অনিশ্চিয়তা হল, আদৌ জিনাতের গায়ে গুলি লেগেছে তো? এখনও পর্যন্ত কিন্তু এর কোনও সদুত্তর দিতে পারছেন না বনদপ্তরের আধিকারিকরা।


    ওড়িশার সিমলিপাল থেকে ‘পলাতক’ জিনাতকে শুক্রবার রাতে পাকড়াও করার যাবতীয় ব্যবস্থা প্রায় পাকাই করে ফেলেছিল বনদপ্তর। পুরুলিয়ার মানবাজারের ডারংডির জঙ্গলটা একপ্রকার ঘিরেই ফেলেছিলেন কর্মীরা। কিন্তু রাতে সেখান থেকেও বনদপ্তরের চোখে ধুলো দিয়ে পালায় চতুর শিরোমনি জিনাত। অগত্যা, ফের শুরু হল লংমার্চ।


    শনিবার সকালে বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে গোঁসাইডাহা গ্রাম লাগোয়া জঙ্গলে ট্র্যাক হয় জিনাত। তার গলায় লাগানো রেডিও কলার থেকেই এই তথ্য জানা যায় বলে খবর। এরপর আর ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি গোঁসাইডাহা গ্রামের জঙ্গল লাগোয়া গ্রামগুলো জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। ঘুমপাড়ানি বন্দুক হাতে শুরু হয় তার প্রতীক্ষা। যদিও তাতে শেষমেষ কতটা লাভ হল, তা এখনও নিশ্চিত নয়। কারণ ড্রোনের মাধ্যমে জিনাতকে লক্ষ্য করা গেলেও, শিকারির ছোড়া ঘুমপাড়ানি গুলি আদৌ লক্ষ্যভেদ হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আজ সন্ধে পর্যন্ত তার উত্তর জানা নেই বন দপ্তরেরও।
  • Link to this news (বর্তমান)