• মমতাকে কটূক্তিতে গোয়েন্দার ডাক, দুর্নীতিতে CID তলব, একইদিনে দুই হাজিরা এড়ালেন অর্জুন
    প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: একইদিনে দুই তলব এড়ালেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করায় বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছিল ভাটপাড়ার বিজেপি নেতাকে। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টাকা নয়ছয়ের অভিযোগের ডেকে পাঠিয়েছিল সিআইডি। শনিবার সেই দুই তলবে সাড়া দিলেন না অর্জুন।

    শুক্রবারের পর শনিবারও হাজিরা এড়ালেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে গত বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। এরই তদন্তে শুক্রবার সকাল ১১টায় বিজেপি নেতাকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ। অভিযোগের গুরুত্ব বুঝে সেদিনই বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্তভার নেয়। দ্বিতীয়বার শনিবার বিকেল পাঁচটায় বিজেপি নেতাকে তলব করা হয়েছিল। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন ‘চেয়ারম্যান রিলিফ ফান্ড’ কারচুপির অভিযোগ উঠেছে। ২০২০ সালের অভিযোগের ভিত্তিতে এদিনই তৎকালীন চেয়ারম্যান অর্জুনকে সিআইডিও তলব করেছিল। তাতেও এদিন সাড়া দেননি তিনি।

    একইদিনে দুটি তলবই অর্জুন সিংয়ের এড়িয়ে যাওয়া নিয়ে এবার সরব হল তৃণমূল। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, “রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায়! এখন তো ভয়ে পেয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই হাজিরা দিচ্ছে না। উনি (অর্জুন সিং) যে কথাগুলি বলেছেন তার প্রমাণ দিতেই হবে। জেলের হওয়া ওকে খেতেই হবে।” যদিও বারাকপুর কমিশনারেট ও সিআইডির কাছে ফের এদিন অর্জুন সিং সময় চেয়েছেন বলেই জানা গিয়েছে। এবিষয়ে তিনি জানিয়েছেন, “বারবার বলেছি আগামী ২ তারিখ পর্যন্ত ব্যস্ত আছি। এদিনও আইনজীবী মারফত চিঠি দিয়ে সেকথা দুটি সংস্থাকে জানিয়েছি। ২ তারিখের পর তারিখ দিলে হাজিরা দিতে পারব।” তাঁর দুবার তলব এড়িয়ে সময় চাওয়ার প্রসঙ্গে বারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া জানিয়েছেন, “চিঠিতে সময়ের চেয়ে যে কারণ দর্শানো হয়েছে তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতার বারবার হাজিরা এড়ানোর পিছনে সত্যিই যুক্তিযুক্ত কোনও কারণ যদি না থাকে তাহলে গ্রেপ্তারি এড়াতেই প্রাক্তন সাংসদ এমনটা করছেন বলেই অনুমান করতে পারেন গোয়েন্দারা। সেক্ষেত্রে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের স্পেশাল উইংস কি পদক্ষেপ নেয় এখন এদিকেই তাকিয়ে আছেন গঙ্গাপারের শিল্পাঞ্চল।
  • Link to this news (প্রতিদিন)