• আবাসনে ধর্ষণ, ধৃত নিরাপত্তারক্ষী
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, শিলিগুড়ি: আবাসনের পরিচরিকাকে হাত–মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শিলিগুড়ির ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    শিলিগুড়ি পুরসভা এলাকারা বাসিন্দা ওই পরিচারিকা একটি আবাসনে কাজ করতেন। ওই আবাসনেই নিরাপত্তারক্ষীর কাজ করত অভিযুক্ত যুবক। অভিযোগ, প্রায়ই ওই পরিচারিকাকে উত্ত্যক্ত করত অভিযুক্ত। হাত ধরে টানাটানি এমনকী তাঁর সঙ্গে অশালীন আচরণ করত বলে অভিযোগ। মাস খানেক আগে ওই মহিলাকে হাতমুখ বেঁধে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

    আক্রান্তের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত চম্পট দেয়। শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল সে। সম্প্রতি মহিলা থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায় লুকিয়ে রয়েছে। খবর পেয়েই মহিলা থানার একটি দল বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।

  • Link to this news (এই সময়)