• সায়েন্স সিটি ময়দানে মেগা ট্রেড ফেয়ার, এক লক্ষের বেশি পণ্যের বিকিকিনি
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: প্রতি বছর কলকাতার শীতের সঙ্গেই একাত্ম হয়ে গিয়েছে মেগা ট্রেড ফেয়ার। সায়েন্স সিটি ময়দানে ২৩–তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার (আইআইএমটিএফ) শুরু হয়েছে। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে সায়েন্স সিটি প্রদর্শনী প্রাঙ্গণ অপূর্ব রং ও আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এখানে ১৭টি দেশ এবং ২২টি রাজ্যের এক লক্ষের বেশি পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে।

    ১৮ দিনের এই মেলার আয়োজক বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস। আইআইএমটিএফ প্রদর্শকদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা তাঁদের পণ্য ও পরিষেবাগুলি উপস্থাপন করতে পারছেন। গত ২১ ডিসেম্বর এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা-সহ বিশিষ্টরা।

    এই মেলায় আন্তর্জাতিক এবং ভারতীয় কোম্পানি যেমন জাতীয় জুট বোর্ড, ইপিসিএইচ, জম্মু ও কাশ্মীর সরকার (জেকেটিপিও), মধ্যপ্রদেশ সরকারের ট্যুরিজম, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্টস বিভাগ, এবং আসবাবপত্র, অভ্যন্তরীণ সজ্জা, অ্যাপ্লায়েন্স, খাদ্য, সৌন্দর্য, স্বাস্থ্য ইত্যাদি নানা পণ্যের স্টল রয়েছে। জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস ভারতের শীর্ষস্থানীয় এবং সুপরিচিত এই ট্রেড ফেয়ারের অন্যতম আয়োজক।

    বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিক্রেতারা এই মেলায় উপস্থিত হয়েছেন। যেখানে শুকনো ফল, গয়না, প্রক্রিয়াজাত খাবার, চামড়ার পণ্য, হস্তশিল্প, হ্যান্ডলুম, পোশাক, আসবাবপত্র, শিল্পকর্ম, ফিটনেস ও স্বাস্থ্য সামগ্রী, রান্নাঘরের সরঞ্জাম ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। ফলে এই শীতেও নতুন কিছু কেনার জন্য এই মেলা অন্যতম আকর্ষণের জায়গা যে হয়ে উঠেছে, তা প্রমাণ করে দিচ্ছে প্রতিদিনের ভিড়।

  • Link to this news (এই সময়)