এই সময়: কলকাতায় বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ঢোকা আটকাতে বাইপাস সংলগ্ন এলাকায় প্রচার শুরু করল কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকে ওই অঞ্চলে মাইকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বাড়ি ভাড়া দেওয়ার আগে স্থানীয় থানায় জানান। যাঁদের ভাড়া দেবেন, তাঁদের আধার কার্ড সহ পরিচয়পত্র থানায় জমা দিতে হবে।
এমনকী, যাঁরা দীর্ঘদিন ভাড়া রয়েছেন, তাঁদের সম্পর্কেও স্থানীয় থানায় বিস্তারিত জানাতে হবে। শুধু তাই নয়, বাড়িতে আয়া,নার্স বা সর্বক্ষণের কাজের লোক রাখলেও স্থানীয় থানায় জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেই পাটুলি, পঞ্চসায়র, সার্ভে পার্ক, আনন্দপুর,সোনারপুর থানা এলাকায় মাইক নিয়ে প্রচারের পাশাপাশি দেওয়া হচ্ছে টেন্যান্ট প্রোফাইল ফর্মও। প্রয়োজনে সব তথ্য কলকাতা পুলিশের বন্ধু অ্যাপে জানানো যাবে।
বাইপাস এলাকায় সাতটি বেসরকারি হাসপাতাল রয়েছে। বাংলাদেশিরা এখানে চিকিৎসা করাতে আসেন। ফলে সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন এদের মধ্যে অনেকে। কারা ভাড়াটে হিসেবে সেখানে থাকতে আসছেন, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চায় লালবাজার।