• তিন নম্বর মিলেনিয়াম পার্ক খোলার অনুমতি দিচ্ছে না বন্দর
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: কলকাতা পোর্ট ট্রাস্ট তিন নম্বর মিলেনিয়াম পার্ক খোলার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘তিন নম্বর মিলেনিয়াম পার্ক খোলার জন্য অনেক বার চিঠি দিয়েছি পোর্টকে। আমাদের সঙ্গে তাদের শীর্ষ আধিকারিকরা যখন বৈঠক করেছেন, তখনও অনুরোধ করেছি। ওঁরা কিছুতেই অনুমতি দিচ্ছেন না। ওঁরা জানান, দিল্লি এতে আপত্তি করছে।’

    কলকাতায় বাবু ঘাটের কাছে তিনটি মিলেনিয়াম পার্ক রয়েছে। হুগলি নদীর পাড়ে তার মধ্যে এক ও দু’নম্বর পার্ক খোলা থাকলেও, তিন নম্বরটি দীর্ঘ দিন ধরে বন্ধ। সেখানে কারও প্রবেশাধিকার নেই। তবে অন্য দুই পার্কে লোকজন দিব্যি ঘুরতে যাচ্ছেন। এই পার্কের রক্ষণাবেক্ষণ ও দেখভাল করে কলকাতা পুরসভা। তিন নম্বর পার্কের পুরোটাই অবশ্য দেখে কলকাতা পোর্ট। তাই সেখানকার দরজা খোলার জন্য তাঁদের অনুমতি জরুরি বলে মেয়র জানান।

    ফিরহাদ শনিবার বলেন, ‘পার্কের জমিটা পোর্টের। তাই ওখানে যে কাজই করা হোক না কেন, তাদের অনুমতি লাগে।’ তিনি জানান, এক নম্বর পার্কের পাশ দিয়ে একটি রাস্তা তৈরির প্রস্তাব ছিল কলকাতা পুরসভার। মানুষ যাতে ওই পথ ধরে সহজে হাওড়া ব্রিজে পৌঁছতে পারেন, সে লক্ষ্যেই এমন প্রস্তাব। পার্কের পাশে বাগান বানিয়ে সৌন্দর্যায়নেরও পরিকল্পনা রয়েছে পুরসভার। অথচ পোর্ট অনুমতি না দেওয়ায় প্রস্তাবগুলি কার্যকর করা যাচ্ছে না বলে অভিযোগ।

    কলকাতা পোর্ট ট্রাস্টের এক শীর্ষ আধিকারিক জানান, কলকাতা পুরসভার সঙ্গে পোর্টের একাধিক বৈঠক হয়ছে। সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তার পরেও কোথায় জট থেকে গিয়েছে, তা খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

  • Link to this news (এই সময়)