বর্ষশেষে উধাও শীত, তারপরেই হুহু করে পারদ পতন! প্রবল শীতে কবে থেকে কাঁপবে বাংলা?...
আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর একেবারে শেষের মুখে, অর্থাৎ বছর শেষ হতে চলল। দেশের নানা রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডা, তুষারপাত। এই পরিস্থিতিতেও শীতে কাঁপা তো দূরের কথা, শীতের কোনও লক্ষনই নেই সেভাবে খাস কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট থাকলেও, তাও খুব বেশি নয়। পরপর পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ এবার বাধা হয়ে দাঁড়িয়েছে শীতের মুখে। কিন্তু নতুন বছরে কী হবে? হাওয়া অফিস সূত্রের খবর, নতুন বছরে সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পতনের। অর্থাৎ শীতের সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যাবে এক ধাক্কায়, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
তবে রবিবার, বজায় থাকবে গরম আবহাওয়া। তবে গরমভাব বজায় থাকলেও, রবিবার দক্ষিণবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
খাস কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। এমনকি শনিবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও বেশি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।