• উত্তুরে হাওয়ায় ফিরবে শীত, নতুন বছরের শুরুতে পারদ নামার পূর্বাভাস
    আজ তক | ২৯ ডিসেম্বর ২০২৪
  • উত্তুরে হাওয়ার প্রবাহে অবশেষে শীতের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বছরের একেবারে শেষ লগ্ন এবং নতুন বছরের প্রথম দিনগুলিতে রাজ্যজুড়ে পারদপতনের সম্ভাবনা রয়েছে। আবহবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

    কলকাতায় তাপমাত্রার পরিবর্তন
    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ডিগ্রি বেশি। তবে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। আবহবিদদের আশা, নতুন বছরের শুরুতে কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে আসতে পারে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর সকালের দিকে কুয়াশার কারণে ভ্রমণে সমস্যা হতে পারে, যা নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গের আবহাওয়া এবং তুষারপাতের সম্ভাবনা
    উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    তাপমাত্রার পূর্বাভাস
    রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দু’দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তবে এর পরেই উত্তুরে হাওয়ার জেরে এক ধাক্কায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনগুলিতে রাজ্যে শীতের পরিচিত আমেজ ফিরে আসার আশা করছেন আবহবিদরা।
  • Link to this news (আজ তক)