শীতের দাপটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে , সতর্কতার পরামর্শ চিকিৎসকদের
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বহরমপুর: শীতের দাপট বাড়তেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে পাঁচজনের। চিকিৎসকদের দাবি, শীতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা স্বাভাবিক হারের তুলনায় বেশি হয়। শীতে শ্বাসকষ্টজনিত সমস্যাও বাড়ে। উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কাম ভাইস প্রিন্সিপাল অনাদি রায়চৌধুরী বলেন, শীতে হৃদ্রোগের সম্ভাবনা স্বাভাবিকভাবেই বাড়ে। এরজন্য নিয়মিত প্রেসার পরীক্ষা করে চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী ওষুধ খাওয়া উচিত। সকাল বা বিকেলের পর থেকে গরম পোশাক ছাড়া বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের ঠান্ডা লাগানো এড়িয়ে চলা উচিত। এছাড়া শীতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতে বারণ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি শীতে অনেকের শোয়েটার গায়ে দিয়ে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস রয়েছে। এই অভ্যাস বদলের পরামর্শ দিয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপালের সুপার।
শীতকাল অনেকের কাছেই প্রিয়। তবে এই শীতকালে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের চরম সতর্ক থাকতে হয়। গত এক সপ্তাহে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। পনেরো দিনের পরিসংখ্যান দেখলে মৃত্যুর সংখ্যা আরও বেশি। মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়া কান্দি, জঙ্গিপুর, সাগরদিঘি, লালবাগ মহকুমা হাসপাতালেও একই কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে কম বয়সিও রয়েছে। চিকিৎসকদের দাবি, হার্ট অ্যাটাক শুধু বেশি বয়সের পুরুষ-মহিলাদের জীবন কাড়ে না। কম বয়সিরাও এর শিকার হয়। চিকিৎসকদের একাংশের দাবি, শহরের মানুষ গ্রামের মানুষ অপেক্ষা অনেক বেশি স্বাস্থ্য সচেতন। পাশাপাশি তাঁরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। কিন্তু গ্রামের মানুষের জীবনযাত্রা সবক্ষেত্রে নিয়ম মেনে হয় না। ফলে গ্রামের মানুষের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার হারও বেশি। চিকিৎসকদের দাবি, স্বাস্থ্যপরীক্ষা, নির্দিষ্ট রোগে চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবন ও কয়েকটি সতর্কতা মানতে পারলেই হৃদ্রোগে মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।