• সকার কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী অ্যাথলেটিক ক্লাব
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: সকার কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়ী হল দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। শনিবার দুপুরে পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা নবদ্বীপ সপ্তর্ষি ক্লাবকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পৌঁছে যায়।


    এদিন খেলা শুরুর আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সপ্তর্ষি ক্লাব চারজন বিদেশিকে নিয়ে দল গঠন করেছিল। অ্যাথলেটিক ক্লাবের কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। প্রথমার্ধে দু’দলই গোল করার মতো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।


    দ্বিতীয়ার্ধেও শুরু থেকে কোনও দলই কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েনি। তবে অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়দের গতির সঙ্গে পাল্লা দিতে সপ্তর্ষির খেলোয়াড়দের বেগ পেতে হয়। যদিও নির্ধারিত সময় শেষে খেলার ফল অমীমাংসিত থাকে। অবশেষে টাইব্রেকারে অ্যাথলেটিক ক্লাব জয়ী হয়।


    এদিন মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা ও অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। রবিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সেবক সমিতি ও নবদ্বীপ মিলন সঙ্ঘ।
  • Link to this news (বর্তমান)