নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, ডোমকল: চালের বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ কাশির সিরাপ। বাংলাদেশে পাচারের আগে শনিবার বিকালে বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার হল বহরমপুরে। গোপন সূত্রে খবর পেয়ে, কুমোরদহ ঘাট এলাকায় পুলিস দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কাশির সিরাপের মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে দাবি পুলিসের। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি। এই ঘটনায় পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে চালের বস্তার মধ্যে লুকিয়ে ওই সিরাপ পাচারের চেষ্টা চলছিল। ওই পিকআপ ভ্যানটিকে আরও একটি গাড়ি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে অতিরিক্ত কোডাইন মিশ্রিত এই সিরাপ ঢুকছে মুর্শিদাবাদে। তারপর সীমান্ত লাগোয়া গ্রামে সেগুলি মজুদ করে রাখা হচ্ছে। সুযোগ বুঝে তা বাংলাদেশে পাচার করা হচ্ছে।
বাংলাদেশে পাচারের আগেই ২৭৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল রানিনগর থানার পুলিস। শুক্রবার রাতে রানিনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে কাতলামারি পালপাড়ায় অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কাশির সিরাপ সহ হাতেনাতে এক পাচারকারীকে পাকড়াও করে পুলিস। ধৃতের নাম রাজেশ শেখ। শনিবার ধৃতকে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খবর আসে কাতলামারির পালপাড়া দিয়ে ওপার বাংলায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচার হবে। সেইমতো হানা দেয় একটি টিম। গভীর রাতে মাথায় বস্তা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে পুলিস তাকে আটকায়।