নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করল আবগারি দপ্তর। রেজিনগরের মাঙ্গনপাড়ায় এঘটনা ঘটেছে। শুক্রবার সকালে আবগারি দপ্তরের কর্মীরা সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষের বাড়িতে গিয়ে গাঁজা গাছ নষ্ট করে দেন। তাঁরা আসতেই ওই পঞ্চায়েত সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সূত্রের খবর, ওই পঞ্চায়েত সদস্য নিজের বাড়ি লাগোয়া জমিতে ৫০টির বেশি গাঁজা গাছ লাগিয়েছিল। তার দেখাদেখি আশপাশের কয়েকটি বাড়িতেও গাঁজা গাছ লাগানো হয়েছিল। শুক্রবার সমস্ত গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়। অভিযুক্তের পরিবারের সদস্য জয়দেব ঘোষ বলেন, কোনও গাঁজা গাছ লাগানো হয়নি। ওগুলো এমনিই হয়েছিল। ওই পরিবারের এক মহিলা বলেন, অল্প কয়েকটি গাছ হয়েছিল। ইচ্ছা করে কেউ ওই গাছ লাগায়নি। নিজেদের পঞ্চায়েত সদস্যের এমন কীর্তিতে ক্ষুব্ধ শাসকদলের নেতৃত্ব। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, দল কখনও এধরনের অনৈতিক কাজ সমর্থন করে না। পুলিস ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।